আরব আমিরাত থেকে দেশে ফিরছে দেড় লাখ ভারতীয়, ২৫ শতাংশই চাকরি হারিয়েছে !!
সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতে ফিরতে চান দেড় লাখেরও বেশি ভারতীয়। ইতিমধ্যেই তারা ভারত সরকারের কাছে ঘরে ফেরার আবেদন করেছেন। দুবাইতে নিযুক্ত ভারতীয় কনসাল জেনারেল গল্ফ নিউজকে জানিয়েছেন, ‘শনিবার সন্ধ্যা পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ রেজিস্ট্রেশন করেছেন।’
তিনি আরও জানিয়েছেন যে, এই আবেদনকারীদের মধ্যে ২৫ শতাংশই সেখানে কাজ হা’রানোর জন্য দেশে ফিরতে চাইছেন। ভারত থেকে বহু মানুষ কাজের জন্য সংযুক্ত আরব আমিরাতে যান। এখন করোনা ভা’ইরাস সং’ক্র’মণের জেরে সে দেশের অর্থনীতিও স’ঙ্ক’টের মুখে। লকডাউনের জেরে সেখানেও কাজ হারিয়েছেন বহু মানুষ। ভারতীয় কনসাল জেনারেল জানিয়েছেন, যারা দেশে ফেরার অনলাইন আবেদন করেছেন তাদের মধ্যে ৪০ শতাংশ বিভিন্ন সংস্থার কর্মী আর ২০ শতাংশ পেশাজীবী।
সব মিলিয়ে এক চতুর্থাংশ আবেদনকারী কাজ হারানোর জন্যই আরব ছেড়ে ভারতে ফিরতে চাইছেন। ১০ শতাংশ এমনও আছেন যারা ট্যুরিস্টি ভিসা নিয়ে আরবে গিয়ে ফিরতে পারেননি। ভারতে লকডাউন চলায় তারা আ’টকে রয়েছেন। এছাড়াও অনেকে চিকিত্সা ও লেখাপড়ার প্রয়োজনে ভারতে যাওয়ার আবেদন করেছেন। ওই দেশে থাকা ভারতীয়দের মধ্যে কারা ফিরতে চান তা জানতে গত বুধবার থেকে ই-রেজিস্ট্রেশন চালু করে আবু ধাবির ভারতীয় দূতাবাস ও দুবাইয়ের ভারতীয় কনসুলেট।
এর পর থেকে মাত্র চার দিনেই দেড় লাখের বেশি মানুষ আবেদন করেছেন। জানা গিয়েছে, আবেদনকারীদের মধ্যে ৫০ শতাংশই কেরালার বাসিন্দা। ইউএইতে মোট ৩০ লাখ ৪০ হাজার ভারতীয় থাকেন। এর মধ্যে ১০ লাখের বেশি কেরালার নাগরিক। এত আবেদন জমা পড়লেও সেদেশে আ’টকে থাকা ভারতীয়দের কীভাবে দেশে ফেরানো হবে সে বিষয়ে অবশ্য এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।কবে ফেরানো হবে, কীভাবে কোভিড-১৯ পরীক্ষা হবে, বিমান ভাড়া কত হবে তার কিছুই এখনও ঠিক হয়নি বলে ভারতীয় দূতাবাস সূত্রে খবর। তবে এনিয়ে উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। কারা ফিরতে ইচ্ছুক জানতে এখনও রেজিস্ট্রেশন চলছে। ফলে সংখ্যাটা আরও বাড়তে পারে।
এদিকে, গত কয়েক সপ্তাহ ধরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজপরিবারের সঙ্গে যুক্ত প্রিন্সেস হেন্দ আল কাসেমি তার সামাজিক গণমাধ্যমের টাইমলাইনে বিদ্বে’ষপূর্ণ ও ইসলামোফো’বিক মন্তব্যের বিরু’দ্ধে হুঁ’শিয়ারি উচ্চারণ করে যাচ্ছেন। এসব মন্তব্যের বেশিরভাগ আসছে আরব আমিরাতে কর্মরত ভারতের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের কাছ থেকে। ভারতীয় নাগরিকদের সম্বন্ধে বলেন যে, বৈষম্য আমাদের নৈতিক বুনন ও আইনের শাসনের পরিপন্থী এবং আমিরাতে বাস করা ভারতীয়দের এটা মনে রাখতে হবে।