এই মাত্র পাওয়া: দৈনিক সংগ্রামের সম্পাদক ৩ দিনের রিমান্ডে !!
মানবতাবিরোধী অপরাধে দন্ডিত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করায় দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে ডিজিটাল আইনে রাষ্ট্রদোহিতার মামলা করা হয়েছে। এই মামলার প্রথম শুনানি শেষে আবুল আসাদকে তিনদিনের রি্মান্ডে পাঠিয়েছেন ঢাকা মহানগর হাকিম আদালত। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে এই রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিকেল তিনটার দিকে আবুল আসাদকে আদালতে পেশ করা হয়।
এর আগে, শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে অবস্থিত দৈনিক সংগ্রাম পত্রিকায় একদল যুবক হামলা চালায়। মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে তারা সংগ্রাম অফিসে ভাঙচুর চালায়।
একইসাথে পত্রিকার সম্পাদক আবুল আসাদকে ক্ষমা চাওয়ার জন্য চাপ প্রয়োগ করতে করতে নিচে নামিয়ে নিয়ে যান। হাতিরঝিল থানা পুলিশ তাদের কাছ থেকে আবুল আসাদকে নিয়ে থানায় নিয়ে যান। সারা রাত তাকে থানায় রাখা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দিয়ে দুপুরে ঢাকার সিএমএক কোর্টে নেয়া হয়।