এবার রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিলেন মমতা !!
আসামের জাতীয় নাগরিক পঞ্জীতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর এখন পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এনআরসি নিয়ে আতঙ্ক। ভিড় জমেছে স্টেট আর্কাইভসে। এমতাবস্তায় এবার রাস্তায় নেমে প্রতিবাদের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতার ঘোষণা, রবিবার ১৫ ডিসেম্বর রাজ্য জুড়ে ব্লকে ব্লকে ‘নো এনআরসি’ আন্দোলন হবে। সব জেলায় মিছিল করবেন দলের কর্মীরা। তার পরের দিন অর্থাৎ ১৬ তারিখ কলকাতায় বি আর অম্বেডকর মূর্তির পাদদেশে জমায়েত করবে তৃণমূল।বাংলার মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, ”কোনও এনআরসি হবে না। কোনও বিভাজন হবে না। কাউকে দেশ থেকে তাড়ানো চলবে না।
এদিকে, বুধবার (১১ ডিসেম্বর) নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ভারতীয় মুসলিমরা সবসময় সুরক্ষিত এবং নিরাপদেই থাকবেন। আমি ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করছি যে, দয়া করে ভুল তথ্যের দ্বারা প্রভাবিত হবেন না। নির্ভয়ে এ দেশে জীবন কাটাবেন।