এবার লেদার কারখানায় ভ’য়াবহ আগুন !!
বাংলাদেশের বিভিন্ন কারখানায় আগুনের পর আগুন লেগেই চলেছে। ঢাকা ইপিজেড ও টঙ্গীর পর এবার আগুন লেগেছে একটি লেদার কারখানায়। নীলফামারীর ইপিজেডে অবস্থিত এই লেদার কারখানাটির ক্যামিকেল গোডাউনে এই আগুন লাগে।
আজ ৫ ডিসেম্বর বৃহস্পতিবার আনুমানিক সন্ধ্যা পৌনে আটটায় এই ঘটনা হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট। এখন পর্যন্ত কোনো হতাহতের সংবাদ পাওয়া যায় নি।
এ ব্যাপারে নীলফামারী ইপিজেড ফায়ার স্টেশন থেকে গণমাধ্যমকে জানান, এখানের ভেঞ্চুরা লেদার কোম্পানির কারখানায় আগুন লেগেছে। ওদের ক্যামিকেল গোডাউনের পাশে ফেলে রাখা ব্রাশসহ নানারকম সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত হয়।
এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি। এর আগে, বিকেলে আগুন লাগে ঢাকা ইপিজেডের একটি পোশাক কারখানায় এবং বিকেল পৌনে চারটার আগুন লাগে টঙ্গীর মুদাফা এলাকায়।