এসএসসি ও সমমানের পরীক্ষার সময়সূচী প্রকাশ !!
এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২০ শুরু হচ্ছে আগামি ১লা ফেব্রুয়ারি। একইসাথে সাধারণ বোর্ডের এসএসসি, মাদ্রাসা বোর্ডের দাখিল ও কারিগরি বোর্ডের এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষাও রয়েছে। ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসির তত্ত্বীয় পরীক্ষা চলবে।
অপরদিকে ২৩ ফেব্রুয়ারি–০৮ মার্চের মধ্যে ব্যবহারিক পরীক্ষা নেওয়া হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে ১টা পর্যন্ত ও বিকালের পরীক্ষা দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে অবশ্যই কেন্দ্রে উপস্থিত হয়ে আসনে বসতে হবে। ২০২০ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি তুলে দেওয়া হলো: