করোনায় আ’ক্রান্ত হলেন মাশরাফির শাশুড়ি !!
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার শাশুড়ি হোসনেআরা সিরাজ করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন। আজ (সোমবার) সকালে তাঁর করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন নড়াইলের সিভিল সার্জন ডা. আব্দুল মোমেন।
বর্তমানে সুস্থ আছেন হোসনেআরা সিরাজ। নড়াইলের নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। সেখানেই ডাক্তারের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যসেবা নিচ্ছেন তিনি।এ নিয়ে নড়াইলে আট জন চিকিৎসক ও ১৪ জন হাইওয়ে পুলিশের সদস্যসহ মোট ৬১ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছেন।
এখন পর্যন্ত আট চিকিৎসকসহ ২৩ জন পুরোপুরি সুস্থ হয়েছেন এবং দুইজন মারা গেছেন। করোনাভা’ইরাসের প্রকোপ সমগ্র দেশে বেড়েই চলেছে। প্রতিদিনই গড়ে তিন হাজারের বেশি মানুষ সংক্রমিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেয়া হলেও অসচেতনতা বেড়েই চলেছে দেশের মানুষের মাঝে।