করোনায় স্বস্তির খবর পেল নারায়ণগঞ্জবাসী !!
নারায়ণগঞ্জে ৩০ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত করোনায় আ’ক্রান্তের সংখ্যা ৮৯৫ জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। সিভিল সার্জনের তথ্য মতে, ২৪ ঘণ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলায় ২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
গত কয়েকদিনের তুলনায় যার সংখ্যা খুবই কম। আরও স্বস্তির খবর হচ্ছে শেষ ২৪ ঘন্টাসহ গত তিন দিনে নারায়ণগঞ্জে করোনায় আ’ক্রান্ত হয়ে কেউ মা’রা যায় নি, এই জেলায় মোট মৃত্যর সংখ্যা ৪২।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (শহর, বন্দরের কদমরসুল ও সিদ্ধিরগঞ্জ থানা) এলাকায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কারো মৃত্যু ঘটেনি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয় ৬৬৭ জনের যার মধ্যে ৫৫৮ জনের করোনা পজেটিভ। ২৮ জনের মৃত্যু ও সুস্থ হয়েছেন ১৮ জন।