কাতারে সড়ক দু’র্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু
কাতারে সড়ক দু’র্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীর মৃ’ত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) প্রবাসীর নিজের ব্যক্তিগত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সালওয়া সড়কের পাশে এক দেয়ালে ধাক্কা দিলে ঘট’নাস্থলে’ই তার মৃ’ত্যু হয়।
জানা যায়, বাংলাদেশি প্রবাসীর নাম মোহাম্মদ ফয়েজ আহমেদ (৫৯)। প্রবাসী ফয়েজ রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মধ্যম পাঠান পাড়া গ্রামের কবির আহমেদের বাড়ির মৃ’ত নুরুল হকের পুত্র। নিহতের ভাইপো কাতার প্রবাসী মোহাম্মদ মোজাম্মেল এই খবর জানান।
নিহতের শ্যালক তৈয়ব আলী জানান, গত ত্রিশ বছর ধরে প্রবাস জীবনে আছেন ফয়েজ। বি’বাহিত জীবনে তিনি দুই কন্যা ও দুই পুত্র সন্তানের বাবা। চলতি বছরের অক্টোবরে বড় মেয়েকে বিয়ে দেওয়া’র উদ্দেশ্য দেশে আসার কথা ছিল। চিকদাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রিয়তো’ষ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার ম’রদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।