জনপ্রিয় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা!
জনপ্রিয় রোহিঙ্গা সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের নেতা মুহিবুল্লাহ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।
বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে উখিয়ার কুতুপালং ক্যাম্পে তার অফিসে তাকে গুলি করে হত্যা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের উখিয়া কুতুপালং ক্যাম্পে অজ্ঞাত বন্দুকধারীরা তার ওপর পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর আহত মুহিবুল্লাহকে এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার বুকে তিনটি গুলি লেগেছে বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ ২০১৫ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা গণহত্যা দিবস উপলক্ষে কক্সবাজারে বিশাল সমাবেশ করে আলোচনায় আসেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাৎ করেন। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করলে তিনি এর বিরোধিতা করেন এবং প্রত্যাবাসন বন্ধ করেন।
উল্লেখ্য, মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অন্যতম নেতা ও সংগঠন। বিংশ শতাব্দীর প্রথম দিকে, মুহিবুল্লাহ ১৫ জন সদস্য নিয়ে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস বা এআরএসপিএইচ গঠন করেন। তিনি স্থানীয় বাংলাদেশী মানবাধিকার কর্মীদের সাথেও যোগাযোগ স্থাপন করেন।