জরুরি বৈঠক ডেকেছে বিএনপি, আসতে পারে কর্মসূচি !!
সন্ধ্যায় জরুরি বৈঠক ডেকেছে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আজ ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস পালন করার কথা ছিল বিএনপির, কিন্তু দলটিকে পুলিশের পক্ষ থেকে কোন অনুমতি দেওয়া হয়নি। তাই সমসাময়িক বিষয় নিয়ে দলের করণীয় ঠিক করতে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠক থেকে আসতে পারে নতুন কর্মসূচিও। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।