জানুন, দোজখের আগুন থেকে বাঁচার ছোট্ট আমল !!
আল্লাহ্ মহান। এই সুন্দর দুনিয়ার মালিক একমাত্র আল্লাহ্। তিনিই আমাদের একমাত্র ভরসা। বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। বান্দা-বান্দি আল্লাহকে যে কোন নামে ঢাকলেই তিনি সাড়া দেন। আল্লাহ বান্দার প্রতি ক্ষমাশীল। মানুষের জীবনে প্রতিটি মুহূর্তই আল্লাহ তাআলার নেয়ামতে পরিপূর্ণ।
হাদিসে পাকে প্রিয় নবি (সা.) এমনই একটি ছোট্ট আমল ও দোয়ার কথা বলেছেন। যে দোয়ার নিয়মিত আমলে জাহান্নামের আগুন থেকে মুক্তি মিলবে।
হাদিসে এসেছে হজরত আল-হারিস ইবনু মুসলিম আত্-তামীমী (সা.) তার পিতার সূত্র বর্ণনা করেন, রাসুল (সা.) তাকে চুপে চুপে বলেন, ‘যখন তুমি মাগরিবের নামাজ থেকে অবসর হয়ে সাতবার বলবে-
উচ্চারণ: আল্লাহুম্মা আঝিরনি মিনান নার। অর্থ: ‘হে আল্লাহ! আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা কর।’