জামালপুরে আরো একজন করোনায় আ’ক্রান্ত !!
জামালপুরেরমেলান্দহে আরো একজনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ভাবকী গ্রামের ২৪ বছর বয়সের এক তরুণ ঢাকায় কর্মরত ছিল। ওই যুবক জামালপুরের প্রথম করোনা আ’ক্রান্ত আইসোলেশনে থাকা ব্যক্তির সহকর্মী।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. ফজলুল হক জানিয়েছেন, কয়েকদিন আগে আইসোলেশনে থাকা ব্যক্তির কয়েকজনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে ওই যুবকের করোনা পজেটিভ ধরা পড়ে। ওদিকে আজকে মা-মেয়েসহ আরো ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এদের মধ্যে বেশির ভাগই গার্মেন্টস শ্রমিক।