ঢাকার যে ২ এলাকায় করোনা আ’ক্রান্ত সবচেয়ে বেশি !!
ঢাকা শহরে যে হারে করোনা সং’ক্রমণ বাড়ছে তা গোটা বাংলাদেশের সাথে তুলনা করলে অনেক বেশি। বাংলাদেশের অনেক বিভাগ মিলিয়েও ঢাকার সমান রোগী নেই।
বাংলাদেশের ৫৭ শতাংশ রোগীই রাজধানী ঢাকার বাসিন্দা। এর মধ্যে ত্রিশটি এলাকার সং’ক্রমণ সবচেয়ে বেশি। এগুলোর মধ্যে আবার শীর্ষে রয়েছে রাজধানীর দুই এলাকা- কাকরাইল ও যাত্রাবাড়ী।কাকরাইলে মোট করোনা আ’ক্রান্তের সংখ্যা ২৫৪ জন। আর ২২৭ জন করোনা রোগী নিয়ে রাজধানীর দ্বিতীয় স্থানে রয়েছে পুরনো ঢাকার যাত্রাবাড়ী এলাকাটি।
এছাড়া মহাখালিতে ২২৪, রাজারবাগ ২০৬, মোহাম্মদপুর ১৯৮, মুগদা ১৮৯, তেজগাঁও ১৪৪, উত্তরা ১০৬, মালিবাগ ১০১, লালবাগ ১১৭, বাবুবাজার ১১৫, মগবাজার ৯৮, ধানমন্ডি ৯৭, বাড্ডা ৯৩, বংশাল ৮৪, খিলগাঁও ৮৪, গেন্ডারিয়া ৭৫, চকবাজার ৭০, শাহবাগ ৭৩, শ্যামলী ৬৫, গুলশান ৬৩, বাসাবো ৬১, আগারগাঁও ৫৮, বনানী ৫১ ও মিরপুর ১৪ নম্বরে মোট ৪৮ জন আ’ক্রান্ত হয়েছে।
এদিকে দেশে করোনাভা’ইরাসে রোববার গত ২৪ ঘণ্টায় নতুন করে আ’ক্রান্ত হয়েছেন এক হাজার ২৭৩ জন। ফলে সব মিলিয়ে আ’ক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৮ জনে। একই সময়ে আরও ১৪ জনের মৃ’ত্যু হয়েছে। এ নিয়ে ভা’ইরাসটিতে মোট ৩২৮ জন প্রাণ হারালেন।