ঢাকা ছাড়লেন ৩৪০ কানাডিয়ান নাগরিক !!
করোনাভা’ইরাস পরিস্থিতির মাঝে বাংলাদেশে আটকে পড়া ৩৪০ কানাডিয়ান নাগরিক আজ ঢাকা ছেড়েছেন। এ নিয়ে তিন দফায় ঢাকা ছেড়েছেন কানাডিয়ান নাগরিক।এদের মধ্যে রয়েছে বাংলাদেশে আটকা পড়া কানাডিয়ান নাগরিক ও স্থায়ী বাসিন্দা। আজ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত কানাডিয়ান হাইকমিশন।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোই প্রেফনটেইন বলেন, কাতার এয়ারওয়েজের একটি বিশেষ উড়োজাহাজে ৩৪০ জন কানাডার নাগরিক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি টোরেন্টো যাবে। কানাডার নাগরিকদের নিজ দেশে পৌঁছাতে সহায়তার জন্য তিনি বাংলাদেশ সরকার ও কাতার এয়ারওয়েজকে ধন্যবাদ জানান।
এর আগে দুই দফায় কানাডার নাগরিকরা বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এখন পর্যন্ত তিনটি ফ্লাইটে বাংলাদেশ ছেড়েছেন কানাডিয়ান নাগরিকরা। এ নিয়ে তিন ফ্লাইটে ফিরেছেন ৭৬০ জন কানাডিয়ান। আগামী ১৮ মে চতুর্থ ও শেষ দফায় নাগরিকদের নিয়ে আরো একটি বিশেষ ফ্লাইট কানাডা যাবে।