তবে কি আর ফেসবুকে দেখা যাবেনা আজহারীকে ??

বর্তমান সময়ের আলোচিত বক্তা মিজানুর রহমান আজহারী। তিনি খুব কম সময়ের মধ্যে সব শ্রেণি-পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন। বিশেষ করে তাঁর সুমধুর কণ্ঠ এবং ইংরেজিতে পারদর্শিতা হওয়ার কারনে তরুণদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন। এই পর্যন্ত অনেক তরুণ তাঁর হাত ধরে ইসলাম গ্রহন করেছেন।

নতুন খবর হচ্ছে, জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারীর একটি স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে ফেসবুক। এছাড়া ২৪ ঘন্টার জন্য তাঁর পেইজ এক্টিভিটিও টেমপোরারিলি ব্লক করে রাখা হয়েছিল।এরপর মিজানুর রহমান আজহারী তার ফেসবুকে লিখেছেন, অনেকেই জানতে চেয়েছেন যে, “আপনার সর্বশেষ পোষ্টটি আপনার পেইজে এখন আর দেখা যাচ্ছে না কেন”? “পোষ্টটি কি আপনি ডিলিট করে দিয়েছেন”?

আসলে, ফেইসবুক অথোরিটি নিজেই দ্বিতীয় বারের মতো, আমার গত পরশু রাতে দেয়া পোস্টটি ডিলিট করে দিয়েছে। পোষ্টটির লেখাগুলো নাকি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যায়।পাশাপাশি, এবার ফেইসবুক— ২৪ ঘন্টার জন্য আমার পেইজ এক্টিভিটিও টেমপোরারিলি ব্লক করে দিয়েছিল। কিছুক্ষণ আগে সেটা এক্সপায়ার করেছে। কবে না জানি আবার পেইজটাই ডিলিট করে দেয়!ভাবছি, এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব। তাহলে আর তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যাবে না।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *