নতুন করে যে খবর দিল আবহাওয়া অধিদপ্তর !!
দেশের সব বিভাগে আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এরপর রাত ও দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেয়ে শীতের তীব্রতা বৃদ্ধি পাবে। ঘন কুয়াশায় চারদিক আচ্ছন্ন থাকার কারণে সড়ক ও নৌপথে দুর্ঘটনার ঝুঁকিও বেড়েছে। নোয়াখালী, কুমিল্লাসহ অন্য সব বিভাগের দুয়েকটি স্থানে বৃষ্টি হতে পারে বলে জানা যায়। আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে বুধবার (৮ জানুয়ারি) রাতে এসব তথ্য জানিয়েছেন।
এ দিকে, তাপমাত্রা সামান্য ওঠা-নামার মধ্যে থাকলেও চলতি মাসজুড়ে শীতের দাপট থাকবে। শৈত্যপ্রবাহ ছাড়াও দিন ও রাতে শীতের অনুভূতি কিছুটা বেশি থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অধিদপ্তর জানায়, বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, ডিমলা, রাজারহাট, যশোর, চুয়াডাঙ্গা ও টাঙ্গাইলে।