নতুন যে অভিযানের ঘোষণা দিলেন মেয়র তাপস !!
ঢাকা দক্ষিণ সিটি কপোরেশনের মেয়র ব্যরিস্টার শেখ ফজলে নূর তাপস শুরু করছেন নতুন অভিযান। মশক নিধন অভিযান শুরু করছেন তিনি । ‘বছরব্যাপী সমন্বিত মশক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা’ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান শুরু করা হবে।
এ উপলক্ষে আগামীকাল রবিবার (৭ জুন) পৃথক দুটি কর্মসূচির উদ্বোধন করবেন মেয়র তাপস।ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিনে সকাল ১০টায় লালবাগ বেড়িবাঁধ সংলগ্ন নবাবগঞ্জ পার্কে ফগিং ও বেলা আড়াইটায় আরমানীটোলা মাঠ সংলগ্ন সামসাবাদ মাঠে লার্ভি সাইডিং কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।