নিখোঁজ বৃদ্ধ মা; মেয়ের আকুতি, সন্ধানে সহযোগিতা করুন !!
রাজধানীর লালমাটিয়া থেকে বয়োবৃদ্ধ একজন নারী গতকাল সোমবার (২৩ ডিসেম্বর) নিখোঁজ হয়েছেন। তার নাম আশরাফুন্নেছা (বয়স ৭০)। তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন বলে পরিবার জানিয়েছে। নিখোঁজ মায়ের সন্ধান পেতে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করে সবার সহযোগিতা চেয়েছেন মেয়ে শারমিন বিনতে বিলাল।
এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে বিষয়টি। এ ঘটনায় রাজধানীর মোহাম্মদপুর থানায় গতকালই একটি জিডি করা হয়েছে। শারমিনের ফেসবুক পোস্টটি পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো: ‘একটি নিঁখোজ সংবাদ। আজ আনুমানিক সকাল ৭ ঘটিকায় আমার মা জনাবা আশরাফুন্নেছা (বয়স ৭০) লালমাটিয়া হতে নিখোঁজ হয়েছেন।
নিখোঁজের সময় উনার পরনে ছিলো হালকা সবুজ রংয়ের সালোয়ার কামিজ এবং উনার গায়ের রং ফর্সা, আনুমানিক উচ্চতা ৫ ফুট ১ ইঞ্চি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি জনাবার খোঁজ পেয়ে থাকেন তবে 01715506703, 01711507878, নাম্বারে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। আমার মা মানসিক ভারসাম্যহীন এবং ঠিকানা বলতে পারেন না। মোহাম্মদপুর থানা এবং RAB-2 এই বিষয়ে অবগত আছেন। আমার মাকে সুস্থভাবে ফেরত পাবার জন্য সবার সহযোগিতা কামনা করছি।’
সূত্রঃ বিডি২৪লাইভ