বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের ব্যাপারে মুখ খুললেন কাদের !!
সারাদেশে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পর বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির পদত্যাগ প্রসঙ্গ কথার কথা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ ৪ ডিসেম্বর বুধবার সচিবালয়ে ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
এর আগে গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ‘তিনি সরে গেলে যদি পেঁয়াজের দাম কমে তবে পদত্যাগে রাজি।’
এ সময় বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আমার সরে যেতে আপত্তি নেই। পদত্যাগ এক সেকেন্ডের বিষয়। কিন্তু তিনি সরে গেলে পেঁয়াজের দাম কমবে এর নিশ্চয়তা চান তিনি।’
আর এর প্রেক্ষিতে সাংবাদিকরা জানতে চাইলে ওবায়দুল কাদের হাসতে হাসতে বলেন, ‘সেটা উনি অযৌক্তিক কিছু বলেননি, এটা কথায় কথাই বলতেই পারেন।’