বিশ্ব মানবতার কল্যাণে মুহাম্মদ (স.) !!
মহান আল্লাহ পাক বিশ্ব মানবতার কল্যাণে বিশ্বনবী (স.) কে এ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তিনি অন্ধকার জগতকে আলোকিত করেছেন। প্রচার করেছেন শান্তির বাণী।
সোমবার (২৫ নভেম্বর) ফটিকছড়ি মাইজভান্ডার দরবার শরিফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিল শাহি ময়দানে জশনে ঈদে মিলাদুন্নবী (স.) মাহফিলে সভাপতির বক্তব্যে গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশিন হজরত মাওলানা শাহসুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.) এসব কথা বলেন।
তিনি বলেন, গাউসুল আজম মাইজভান্ডারীর মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ (ক.) এর দরবার হলো রাসূল (স.) এর আদর্শ চর্চার কেন্দ্র। গাউসুল আজম মাইজভান্ডারী ছিলেন রাসূলে করিম (স:) এর ৩৭তম বংশধর।
তিনি রাসূলের প্রদর্শিত পথে চলার জন্য মানুষকে আহ্বান করেছেন। মাইজভান্ডার দরবার শরিফ হলো শান্তি প্রতিষ্ঠার অন্যতম প্রাণকেন্দ্র। মাইজভান্ডার দরবার শরিফে আসলে মানুষ ভালোবাসা, শ্রদ্ধা, সম্প্রীতি অন্তরে ধারণ করে এবং হিংসা, উগ্রতা, সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ থেকে বিরত থাকে।
মাহফিলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, গবেষক, বিভিন্ন ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, মুফতি, মুহাদ্দিস, মোফাসসির, আলোচক ও আন্তর্জাতিক বক্তারা তকরির পেশ করেন।
বিশ্ব মুসলিম উম্মাহর শান্তিশৃঙ্খলা, কল্যাণ ও মুক্তি কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন সাজ্জাদানশীন সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী (ম.)।