বুলবুল ঝড়ের মধ্যে বুলবুলি’র জন্ম !!
শনিবার দিবাগত রাতে ঘূর্ণিঝড় বুলবুল-এর দুর্যোগপূর্ণ মুহূর্তে মোংলার মিঠাখালী গ্রামে এটিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে হনুফা বেগমের কোল আলো করে জন্ম নিয়েছে নবজাতক এক শিশু কন্যা।
জানা যায়, শনিবার দিবাগত রাত ১২ টার পর শিশুটির জন্ম হয়। তার নাম রাখা হয়েছে বুলবুলি।এদিকে ঘূর্ণিঝড় ’বুলবুল’র নামানুসারে নবজাতক শিশু কন্যার বাবা বায়জিদ শিকদার তার নবজাতক কন্যার নাম বুলবুলি রেখেছেন।
এ ব্যাপারে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাহাত মান্নান জানিয়েছেন, গর্ভধারিণী হনুফা বেগমের জন্য মোংলা পরিবার পরিকল্পনা অফিস থেকে ধাত্রী এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক পাঠানো হয়েছিল। নবজাতক বুলবুলি এবং তার মা হনুফা বেগম সুস্থ আছেন।