বেনাপোল সীমান্তে বিএসএফ’র হাতে নারী-শিশুসহ ১১১ বাংলাদেশি আটক !!!
১১১ জন বাংলাদেশি নাগরিককে অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাগারে পাঠিয়েছে ভারতের বারাসাত আদালত। এরা নাগরিক তালিকার অনুসন্ধানের ভয়ে বাংলাদেশে ফিরে আসছিল পরিবার নিয়ে। বেনাপোল সীমান্ত থেকে এদের আটক করে বিএসএফ। শুক্রবার (৯ নভেম্বর) এই ঘটনা ঘটে।
জানা যায়, ভারতীয় বিএসএফের ৬৪ ব্যাটেলিয়নের বিএসএফ সদস্যদের তাদের ইছামতি নদী থেকে আটক করে স্পিডবোটে করে ক্যাম্পে নিয়ে যায়। পরে তাদের বনগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বেনাপোলের পুটখালি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মশিউর রহমান জানান, বিষয়টি আমাদের জানা নেই। ভারতীয় বিএসএফও এ ব্যাপারে আমাদের কিছুই জানাননি।
সূত্রঃ বিডি২৪লাইভ