ভাবছি এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব – আজহারী !!
বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহামান আজহারীর ফেসবুক একাউন্ট ডিলিট করে দিয়েছে ফেসবুক। এছাড়া ২৪ ঘন্টার জন্য তাঁর পেইজ এক্টিভিটিও টেমপোরারিলি ব্লক করে রাখা হয়েছিল।
বৃহস্পতিবার (১৪/০১/২০২০) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্টেটাসের মাধ্যমে তিনি এ তথ্য জানিয়েছেন। স্টেটাসটি পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলোঃঅনেকেই জানতে চেয়েছেন যে, “আপনার সর্বশেষ পোষ্টটি আপনার পেইজে এখন আর দেখা যাচ্ছে না কেন”? “পোষ্টটি কি আপনি ডিলিট করে দিয়েছেন”?
আসলে, ফেইসবুক অথোরিটি নিজেই দ্বিতীয় বারের মতো, আমার গত পরশু রাতে দেয়া পোস্টটি ডিলিট করে দিয়েছে।
পোষ্টটির লেখাগুলো নাকি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যায়।পাশাপাশি, এবার ফেইসবুক— ২৪ ঘন্টার জন্য আমার পেইজ এক্টিভিটিও টেমপোরারিলি ব্লক করে দিয়েছিল। কিছুক্ষণ আগে সেটা এক্সপায়ার করেছে।কবে না জানি আবার পেইজটাই ডিলিট করে দেয়!
ভাবছি, এখন থেকে ফুল, পাখি আর লতাপাতা নিয়ে স্ট্যাটাস দিব। তাহলে আর তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের এগেইনস্টে যাবে না।
স্ট্যাটাসটি ডিলিট হওয়ার কারণে, ভিডিও লিংকটিও ডিলিট হয়ে গেছে। তাই, ভিডিওটি আবারো শেয়ার দিয়ে রাখলাম।