ভারতে অর্ধেক দামেও ইলিশের ক্রেতা পাওয়া যাচ্ছে না!
ভারতের মানুষ সারা বছর ইলিশের জন্য অপেক্ষা করে থাকে। বিশেষ করে পশ্চিমবঙ্গের মানুষ ইলিশ বলতে পাগল। সম্প্রতি শীত পূজা উপলক্ষে বাংলাদেশ সরকার ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। এরপর অনেক ইলিশ সেখানে গিয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের কিছু জায়গায় বিক্রেতারা অর্ধেক দামেও ইলিশ কিনতে পারছে না।
পশ্চিমবঙ্গের উপকূলীয় শহর দিঘরের বাজারে এমন চিত্র দেখা গেছে। এবিপি আনন্দের মতে, বিক্রেতারা ২ কেজির বেশি ওজনের ইলিশের দাম বাড়িয়ে দিচ্ছেন যা কিছু দিন আগে বিক্রি হচ্ছিল ১,৮০০ টাকা কেজি থেকে ১,২০০ টাকা কেজি। কিন্তু ক্রেতা নেই।
বিক্রেতা, ইলিশ, ভেটকী, চিংড়ির চাহিদা থাকা সত্ত্বেও এখন তা বিক্রি হচ্ছে না। যত কম বিক্রি হয়, মাছ বাঁচাতে তত বেশি খরচ হয়। প্রশাসনের নির্দেশে দিঘায় হোটেল বুকিং বুধবার পর্যন্ত বন্ধ। যখন পর্যটকরা আবার আসবেন, মাছ ব্যবসায়ীরা আশা করছেন মাছের বাজার বাড়বে।