মালদ্বীপ নিবন্ধন দেবে অনিবন্ধিত বাংলাদেশিদের !!

মালদ্বীপে যেসব বাংলাদেশি নাগরিক অনিবন্ধিত অবস্থায় বসবাস করছে তাদের নিবন্ধনের আওতায় আনবে সেদেশের সরকার। সেই সঙ্গে এদের মধ্যে যারা দেশে ফিরে আসতে চায়, তাদের সব ধরনের সহযোগিতারও আশ্বাস দিয়েছেন বাংলাদেশে সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদ। এ সময় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে জনশক্তি চুক্তি ও দুই দেশের ফরেন সার্ভিস অ্যাকাডেমির মধ্যে সমঝোতা চুক্তি সই হয়।এ ছাড়া দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, কানেকটিভিটি, শিপিং লাইনসহ কয়েকটি বিষয় নিয়ে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়েছে।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন সাংবাদিকদের কাছে এসব তথ্য তুলে ধরেন। মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী চার দিনের সফরে গতকাল সোমবার ঢাকায় এসেছেন।বৈঠকের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জানান, মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ বাংলাদেশে সফরে আসবেন।

মালদ্বীপে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সরকারি খরচে কোভিড টিকা দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ থেকে অভিজ্ঞ ও প্রশিক্ষিত নার্স নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।পররাষ্ট্রমন্ত্রী বলেন, মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আমাকে জানিয়েছেন, সেদেশে বাংলাদেশি নাগরিকরা তাদের উন্নয়নে ভূমিকা রাখছে এবং তারা সবাই ভালো আছে।সংবাদ সম্মেলনে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী শহীদ বলেন, ‘স্বাস্থ্য, ওষুধ, প্রতিরক্ষা ও অন্যান্য কারিগরি বিষয়ে আমরা বাংলাদেশ থেকে সহযোগিতা পেয়ে আসছি। আমরা এ ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।’

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিষয়ে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব সময় রোহিঙ্গাদের অধিকারের বিষয় নিয়ে কথা বলছি। আজকের বৈঠকেও এ বিষয়ে আমরা কথা বলেছি। বৈঠকে আমরা বাংলাদেশের পক্ষে আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। রোহিঙ্গাদের গণহত্যার বিষয়ে মিয়ানমারের জবাবদিহিতা আমরা চাই।’

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *