যেভাবে করোনার উৎপত্তি – গবেষণায় আসলো নতুন তথ্য !!
সারা বিশ্বে মহামারি সৃষ্টিকারী জীবাণু করোনাভা’ইরাসের উৎপত্তি নিয়ে এবার নতুন তথ্য সামনে এসেছে। এক গবেষণায় দেখা গেছে, বনরুই (প্যাঙ্গোলিন) ও বাদুড়ের শরীরে থাকা দুটি ভা’ইরাসের সংমিশ্রণে সৃষ্টি হয়েছে আজকের করোনাভা’ইরাস।সাউথ চায়না এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং গুয়াংডং ল্যাবরেটরির চীনা গবেষকরা তুলনামূলক জিনোমিক বিশ্লেষণে জন্য একটি সমীক্ষা চালিয়েছিলেন।
গত বৃহস্পতিবার ন্যাচার জার্নালে প্রকাশিত ওই গবেষণায় এমন তথ্য উঠে এসেছে বলে সংবাদ প্রকাশ করেছে চীনের বৈশ্বিক টেলিভিশন চ্যানেল সিজিটিন।এই গবেষণায় বলা হয়েছে, বনরুই তথা প্যাঙ্গোলিনের শরীরে করোনাভা’ইরাসের সংক্রমণে সৃষ্ট রোগ মহামারি কোভিড-১৯ এর জীবাণু সার্স-কোভ-২ এর উপস্থিতি রয়েছে।
মালয়েশিয়ার ২৫টি প্যাঙ্গোলিনের মধ্যে ১৭টির শরীরে সার্স-কোভ-২ এর ই, এম, এন এবং সি জিনের ১০০, ৯৮.৬, ৯৭.৮ ও ৯০.৭ শতাংশ মিল রয়েছে।তাই বলা হচ্ছে যে, প্যাঙ্গোলিনের শরীরে থাকা সার্স-কোভ এবং বাদুড়ের আরএটিজি১৩ ভা’ইরাস সংস্পর্শে এসে বিবর্তন ঘটিয়ে আজকের করোনাভা’ইরাসের সৃষ্টি করেছে।
দেখতে ভয়ংকর হলেও অত্যন্ত লাজুক ও নিরীহ স্বভাবের প্রাণী এই বনরুই। চোরাই পথে রপ্তানি করা বিশ্বের বিপন্ন প্রাণির তালিকায় শীর্ষে রয়েছে এই প্রাণীটি।বহুকাল ধরেই এশিয়া তথা পুরো বিশ্ব থেকে চীন এবং ভিয়েতনামে এই প্রাণীটি চোরাই পথে আমদানি করা হয়। বনরুয়েইর শরীরে থাকা আঁশ ও মাংসের ব্যাপক চাহিদা রয়েছে এসব দেশে।