যে কারনে শি’রশ্ছেদ করা হবে সৌদি বাদশাহর ভাই-ভাতিজার !!
সৌদি রাজপরিবারের জ্যেষ্ঠ দুই সদস্যকে শুক্রবার ভোরেই আ’টক করেন কালো পোশাক পরা নি’রাপত্তা বাহিনীর সদস্যরা। অভ্যুত্থান চেষ্টার অ’ভিযোগে বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে গ্রে’ফতার করা হয়েছে।নিজের সিংহাসনে আরোহনের ক্ষেত্রে কোনো প্র’তিদ্বন্দ্বী না রাখতেই এই আ’টক অভিযান বলে ডেইলি মেইলের খবরে বলা হয়।
প্রিন্স আহমেদ ও বিন নায়েফের বি’রুদ্ধে রা’ষ্ট্রদ্রোহের অ’ভিযোগ আনা হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত সৌদি সিংহাসনের উত্তরসূরি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন বিন নায়েফ। তার ছোট ভাই নওয়াফ বিন নায়েফকেও গ্রে’ফতার করা হয়েছে।ক্ষমতা সুসং’হত করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ধর’পাকড় অভিযানে সর্বশেষ আ’টক হলেন আহমেদ ও বিন নায়েফ।
প্রিন্স আহমেদ ও বিন নায়েফের বি’রুদ্ধে রা’ষ্ট্রদ্রোহের অ’ভিযোগ আনা হয়েছে। ২০১৭ সাল পর্যন্ত সৌদি সিংহাসনের উত্তরসূরি ও স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন বিন নায়েফ। তার ছোট ভাই নওয়াফ বিন নায়েফকেও গ্রে’ফতার করা হয়েছে।ক্ষমতা সুসং’হত করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ধরপা’কড় অভিযানে সর্বশেষ আ’টক হলেন আহমেদ ও বিন নায়েফ।