লকডাউনে কর্মহীন প্রতি পরিবার পাবে ৫০০ টাকা – প্রয়োজনে খাবারও !!
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। বাংলাদেশও এর বাইরে নয়। এই বিশেষ ধরনের ভাইরাসের সংক্রমণ নিয়ে দেশে-বিদেশে উদ্বেগ বাড়ছে। কিন্তু নিজেকে আর নিজের পরিবার, স্বজনদের রক্ষা করতে কতটুকু সচেতন আমরা? প্রশ্ন থেকেই যায়।
নতুন খবর হচ্ছে, দেশে আবারও ভয়ঙ্করভাবে বেড়ে চলছে মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৮৩ জন। পরিস্থিতি সামাল দিতে আগামী ১৪ এপ্রিল থেকে সরকার সারা দেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছে।
এই লকডাউন চলাকালীন কর্মহীন প্রতিটি পরিবারকে নগদ ৫০০ টাকা এবং লকডাউন বাড়লে কর্মহীন প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্য দেওয়া হবে বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়।