সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ২১ রোহিঙ্গা আটক !!
সমুদ্রপথে মালয়েশিয়ায় যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ২১ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে ১২ জন নারী ও নয়জন পুরুষ।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) উপজেলার বাহারছড়ার উত্তর শিলখালী ঝাউবাগান পয়েন্ট দিয়ে মানব পাচারের খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলী বলেন, দালালরা শিলখালী ঝাউবাগান পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাকে মালয়েশিয়ায় পাচারের জন্য জড়ো করেছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২১ রোহিঙ্গাকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জন নারী ও নয়জন পুরুষ রয়েছেন। এসব রোহিঙ্গাকে জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।