সীমান্তে দুই বিজিবি সদস্য গু’লিবিদ্ধ !!
গতকাল রাতে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে চোরাকারবারীর গু’লিতে বিজিবি’র ২ সদস্য গু’লিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার রাতে নাইক্ষ্যংছড়ি সীমান্তের বাইশফাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।এদিকে গু’লিবিদ্ধ বিজিবির সদস্যরা হলেন সিপাহী মৃত্যুঞ্জয় ও সিপাহী ফরিদ ইসলাম।
এ ব্যাপারে পুলিশ জানিয়েছে, স্থানীয় চোরাকারবারীরা মাদকসহ বিভিন্ন পণ্য আনার সময় বিজিবিকে দেখে গু’লি চালায়, এ সময় বিজিবির দুই সদস্য গু’লিবিদ্ধ হলেও চোরাকারবারীদের কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি।
এ বিষয়ে নাইক্ষ্যাংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আহতদের মধ্যে সিপাহী মৃত্যুঞ্জয়কে কক্সবাজারের রামু সিএমএইচ এবং সিপাহী ফরিদুল ইসলামকে চট্টগ্রাম সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।’