সৌদিতে সড়ক দু’র্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত !!
সড়ক দু’র্ঘ’টনায় প্রাণ গেছে এক প্রবাসীর। নিহতের নাম শ্যামল মিয়া (৩০)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর গ্রামের মৃ’ত নুরু মিয়া ছেলে। মঙ্গলবার রাতে সৌদী আরবের আবা শহরে বেপরোয়া প্রাইভেটকারের নিচে চাপা পড়ে এ দু’র্ঘ’টনা ঘটে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার রাতে আবা শহরের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পণ্য গাড়িতে উঠানোর সময় হঠাৎ করে বে’প’রোয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শ্যামলকে চাপা দেয়। এ ঘটনায় সৌদী আরবের নাগরিক গাড়ির চালককে আ’ট’ক করে সৌদি পুলিশ।
২০ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান শ্যামল। সেখানে একটি সোফার কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন তিনি। তার তিন বছরের একটি মেয়ে ও ‘এক বছরের ছেলে সন্তান রয়েছে। তার মৃ’ত্যু’তে নি’হ’তের পরিবারে চলছে শো’কে’র মাতম।