১৫০ বছরের ভ’য়ঙ্কর সঙ্কটে কওমি মাদ্রাসা – চাইছে সরকারি সহায়তা !!
প্রা’ণঘা’তী করোনা ভা’ইরাস নিয়ে বিশ্বজুড়ে চলছে ভয়াবহ সঙ্কট। বাংলাদেশও তার বাইরে নয়। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো সরকারি সহায়তা চেয়েছে কওমি মাদ্রাসা। এর আগে নিজেদের সিদ্ধান্তে কখনো সরকারি সহায়তা নেয়নি কওমি মাদ্রাসাগুলো।এদিকে দেশের একটি শীর্ষ স্থায়ী সংবাদপত্র আজ সোমবার এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর বরাত দিয়ে কওমি মাদ্রাসাগুলোর সহায়তার তথ্য জানানো হয়েছে।
এ ব্যাপারে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেন, কওমি মাদ্রাসাগুলো নিজেদের সিদ্ধান্তেই কখনও সরকারি অনুদান নেয়নি। কিন্তু করোনার কারণে প্রতিটি মাদ্রাসা গুরুতর সংকটে পড়েছে। তা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানানো হয়েছে। তিনি মাদ্রাসার তালিকা করে সহায়তার নির্দেশ দিয়েছেন। তালিকার কাজ চলছে। এরপর সরকারের পক্ষে যতটা সম্ভব সহায়তা করা হবে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কওমি মাদ্রাসাগুলো ভয়াবহ শঙ্কটে রয়েছে। শিক্ষকদের বেতন দিতে পারছে না। অন্যদিকে এতিমখানাগুলো খাবারের সঙ্কট দেখা দিয়েছে। মাদ্রাসাগুলো বন্ধ হওয়ায় বহু দরিদ্র শিক্ষার্থীকে ছাত্রবাসা ছাড়তে হয়েছে। তারাও এখন খাদ্য সঙ্কটে রয়েছে। ১৫০ বছরের ইতিহাসে কওমি মাদ্রাসাগুলো এমন সঙ্কটে কখনো পড়েনি।
সূত্রঃ বিডি২৪রিপোর্ট