১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে সব রুটে বিমান চলাচল !!
প্রা’ণঘাতী করোনাভা’ইরাসের সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের শিডিউল সব ফ্লাইট আগামী ১৬ মে (শনিবার) পর্যন্ত বন্ধ রাখছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
মঙ্গলবার (০৫ মে) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের সব ফ্লাইট আগামী ১৬ মে পর্যন্ত বন্ধ থাকবে।
আগের মতোই এই নিষেধাজ্ঞা বাহরাইন, ভুটান, হংকং, ভারত, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, ওমান, কাতার, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তুরস্ক, ইউএই, ইউকে -এর সাথে বিদ্যমান বিমান চলাচল রুটের ক্ষেত্রে কার্যকর হবে।তবে কার্গো, ত্রাণ-সাহায্য, এয়ার অ্যাম্বুলেন্স, জরুরি অবতরণ ও স্পেশাল ফ্লাইট পরিচালনার কার্যক্রম চালু থাকবে।