২০৪১ সালের মধ্যে বাংলাদেশের মাথাপিছু আয় হবে ১৬ হাজার ডলার !!
২০৪১ সাল নাগাদ বাংলাদেশের মাথাপিছু আয় ১৬ হাজার ডলারে উন্নীত হবে বলে আশাপ্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী জানান, অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে আর্থসামাজিক উন্নয়নেও জোর দিচ্ছে সরকার। দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি স্কুল, কলেজ স্থাপন করা হচ্ছে।
দেশের প্রান্তিক পর্যায়ে রাস্তাঘাট পাকা করাসহ প্রয়োজনীয় সংস্কার করা হচ্ছে। দেশের সব নাগরিকের জন্য বীমা সুবিধা চালুর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান এম এ মান্নান।