অভিনব পদ্ধতিতে স্বর্ণ এনেও রেহাই পেল না আনোয়ার

দুবাই ফেরত যাত্রীর আনোয়ার হোসেন। শুক্রবার দিবাগত রাতে ওই যাত্রীর কাছ থেকে বিশেষ পদ্ধতিতে লু’কানো ১ কেজি ১০ গ্রাম সোনা জ’ব্দ করেছে ঢাকা কাস্টসম হাউজ। তাছাড়া যাত্রীর সাথে থাকা ব্যাগে পাওয়া গেছে আরও চারটি সোনার বারও এবং ১১০ গ্রাম সোনার অ’লংকার।

ওই রাতেই মোট ১ কেজি ৫৮৪ গ্রাম সোনাসহ ওই যাত্রী’কে আটক করা হয়। কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, গো’পন সংবাদের ভি’ত্তিতে শুল্ক ফাঁ’কি রো’ধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেয়। ব্যাগ ছাড়াও তার ম’লদ্বা’রে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০১০ গ্রাম সোনা পাওয়া যায়।

আনোয়ার হোসেনের কাছে মোট যে পরিমাণ সোনা ছিল তার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আট’ক যাত্রীর বি’রু’দ্ধে কাস্টমস আইনে মা’ম’লা দা’য়ের করে তাকে থানা পুলিশের হাতে তু’লে দেওয়া হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *