একের পর এক বেরিয়ে আসছে পরীমনির সব গোপন তথ্য…!
ফেসবুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার শিকার হওয়ার অভিযোগ এনে একটি স্ট্যাটাস দেন চিত্রনায়িকা পরীমনি। এতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও মিডিয়া পাড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আর এ খবর অনেকের মতো আগেই জানতে পারেন শিল্প সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। কিন্তু তিনি কোনো পদক্ষেপ নিতে পারেননি।
পরীমনি জানান, ঘটনা চার দিন পার হয়েছে। তিনি থানা থেকে শুরু করে চলচ্চিত্র বন্ধুদের কাউকে পাশে পাননি। চলচ্চিত্র শিল্পী সমিতিতেও অভিযোগ নিয়ে গেছেন। কিন্তু তিনি কোনো প্রতিকার পাননি। যাদের পেয়েছেন সবাই বিস্তারিত ঘটনা জেনে ‘দেখছি’ বলে চুপ হয়ে গেছে। তাই বাধ্য হয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।
চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খানও পরীমনির এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
এক গণমাধ্যমকে তিনি বলেন, পরীমণি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনার বিচার চাই। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পরীমনি কতটা ভুক্তোভোগী হয়েছেন বা ঘটনাটি কি সেই বিষয়ে কিছু জানাননি জায়েদ খান।