এমন শবে কদর মসজিদুল হারামে ইতিহাসে আর আসেনি !!

বিগত বছরগুলোতে ২৭ রমজানের রাতে মসজিদে হারামে একসঙ্গে ২০ লাখেরও বেশি মুসল্লির ইবাদাত করার রেকর্ড রয়েছে। এই দিন ভোর থেকেই মুসল্লিরা বাইতুল্লাহ শরীফে আসতে শুরু করে। সাদা এহরামি পোশাকে কানায় কানায় ভরে যায় হারাম শরীফ।

হারাম শরীফের রাস্তাসহ মসজিদের সবগুলো তলায় তিল ধারণের জায়গা থাকে না। মুসল্লিরা এশা ও তারাবির নামাজ আদায়সহ সারা রাজ জেগে প্রভুর সামনে লুটিয়ে পড়ে। কিন্তু সেই তুলনায় এবছর ২৭ রমজানের রাতে মসজিদে হারামে প্রায় বলতে গেলে শূন্য ছিলো। আল আরাবিয়া

করোনাভা’ইরাসে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। প্রতিদিন লাখ লাখ মানুষ সংক্রমণ হওয়াসহ হাজার হাজার মানুষ মারা যাচ্ছে ভা’ইরাসটিতে। প্রতিটি দেশ নিজ নিজ জায়গা থেকে এই মহামারীর বিরুদ্ধে লড়ছে। ভা’ইরাসটি বিস্তার প্রতিরোধেই মূলত সৌদি কর্তৃপক্ষ হারাম শরীফে মুসল্লিদের উপস্থিতি সিমিত রাখার সিদ্ধান্ত নেয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *