করাচী’তে ভরে গেছে বি’ষাক্ত গ্যাসে – ১৪ জন নিহ’ত !!
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798
Warning: Trying to access array offset on value of type bool in /home/bn.ekusherbangladesh.com.bd/public_html/wp-content/plugins/one-user-avatar/includes/class-wp-user-avatar-functions.php on line 798

পাকিস্তানের বন্দর নগরী করাচীর উপকূলের একটি আবাসিক এলাকায় বি’ষা’ক্ত গ্যাস ছড়িয়ে পড়ায় অনন্ত ১৪ জনের মৃ’ত্যু হয়েছে।এ ঘটনায় কয়েক শত মানুষ অ’সু’স্থ হয়ে পড়েছেন।সোমবার করাচীর পুলিশের বরাত দিয়ে এ কথা জানিয়েছে দেশটির প্রসিদ্ধ সংবাদমাধ্যম ডন।
ডন জানায়, রোববার রাতে গ্যাসের লাইনে ছিদ্র হয়। এরপরই আবাসিক এলাকাটিতে বি’ষা’ক্ত গ্যাস ছড়িয়ে পড়ে। এ দু’র্ঘ’ট’নার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে ঘটনাটি না’শ’ক’তা কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।এ বিষয়ে করাচী পুলিশ প্রধান আদিল মালিক ডনকে বলেন, ‘প্রধান বন্দরের কাছে করাচীর পাশের কামারি এলাকার মানুষেরা যখন ঘটনার পর হাসপাতালে ছোটাছুটি শুরু করেন, তখনই কর্তৃপক্ষ বিষয়টি জানতে পারে।
এবং দলকম বাহিনী ও আমাদের খবর দেয়। এটা দু’ভা’গ্যক্রমে ঘটেছে নাকি নাশকতা ছড়াতে ওই গ্যাস লাইনে ছিদ্র করা হয়েছে তা স্পষ্ট নয়। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।’প্রমাণ পেলে জড়িত ব্যক্তিদের দ্রুত ধরা হবে বলে জানান তিনি।
ডক্টর জিয়াউদ্দিন হাসপাতালের চিকিৎসক আমির শেহজাদ ডনকে বলেন, ‘এ দু’র্ঘ’ট’নায় আ’হ’ত’দের মধ্যে আমাদের হাসপাতালে ৯ জনের মৃ’ত্যু ঘটেছে। আর একই দু’র্ঘ’ট’নায় আ’হ’ত আরো ২ জন কুতিয়ানা হাসপাতালে মা’রা গেছেন বলে পুলিশ আমাদের জানিয়েছে।’
তিনি বলেন, ‘দু’র্ঘ’ট’নার পর থেকে অর্থাৎ গত দুই দিন ধরে জিয়াউদ্দিন হাসপাতালে প্রায় ২৫০ জনকে চিকিৎসা দিতে আনা হয়। শুধু সোমবারই ১০০ জন ভর্তি হয়। তারা সবাই বি’ষা’ক্ত গ্যাসে শ্বাস নিতে পারছিলেন না। এদের মধ্যে অধিকাংশই সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন। তবে গুরুতর পাঁচজনকে আইসিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।’
সিন্ধ স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আ’হ’ত’দের দুইজন করাচীর সিভিল হাসপাতালে ও একজন বুরহানি হাসপাতালে মা’রা গেছেন।সবমিলেয়ে রোববার রাতের গ্যাস লিকেজের ঘটনায় এখন পর্যন্ত ১৪ জন নি’হ’তের খবর নিশ্চিত করেছেন করাচীর কমিশনার ইফতেখার সালওয়ানি।