করোনায় যে ১১ টি দেশ ও অঞ্চলে আ’ক্রান্ত হলেও মারা যায়নি কেউ !!

বিশ্বব্যাপী করোনা ভা’ইরাসে আ’ক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩৩ লাখ। এখন পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা ৩৩ লাখ ৮ হাজার ৩৫ জন। ভা’ইরাসটিতে আ’ক্রান্ত হওয়ার পর মারা গেছেন ২ লাখ ৩৪ হাজার ৯৯ জন। এছাড়া সুস্থ হয়েছেন ১০ লাখ ৩৯ হাজার ১৮২ জন। এই ভা’ইরাসে আ’ক্রান্ত দেশ ও অঞ্চলের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বের ১৬টি দেশ ও অঞ্চলে ‘পা ফেলতে’ পারেনি ভা’ইরাসটি।আ’ক্রান্ত হলেও মৃত্যু নেই যেসব দেশ ও অঞ্চলে: বৈশ্বিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আ’ক্রান্তের সংখ্যা ৫০ জনের বেশি হলেও বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যুর ঘটনা ঘটেনি, এমন দেশ ও অঞ্চল রয়েছে ১১টি।

এগুলো হল রেউনিও (আ’ক্রান্ত ৪২০), ভিয়েতনাম (২৭০), রুয়ান্ডা (২২৫), ফ্যারো দ্বীপপুঞ্জ (১৮৭), জিব্রাল্টার (১৪১), মাদাগাস্কার (১২৮), কম্বোডিয়া (১২২), উগান্ডা (৮১), মোজাম্বিক (৭৬), ফ্রেন্স পলিনেশিয়া (৫৮) ও নেপাল (৫৭)। বিশ্লেষকরা বলছেন, চিকিৎসা খাতে একটি দেশের ব্যবস্থাপনা যত ভালো হবে, মৃত্যুর সংখ্যা ততই নিয়ন্ত্রণে রাখা যাবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *