কাঠগড়ায় ওসি প্রদীপের ফোনালাপের ছবি ভাইরাল
বরখাস্ত হওয়া টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস
মেজর (অব.) সিনহা মো.রাশেদ খান হত্যা মামলায় সাক্ষ্য দেওয়ার সময় কাঠগড়ায় মোবাইল ফোনে কথা বলেছেন।
সোমবার (২৩আগস্ট) কক্সবাজার জেলা দায়রা জজ আদালতে বিচারের প্রথম দিন কাঠগড়ায় নতজানু অবস্থায় তিনি তার মোবাইল ফোনে কথা বলেন। তার মোবাইল ফোনে কথা বলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।
ভাইরাল ছবিতে প্রদীপকে আদালতের বেঞ্চে নতজানু এবং মোবাইল ফোনে মাথা নিচু করে কথা বলতে দেখা যায়। এ সময় কিছু লোক চারপাশে দাঁড়িয়ে ছিল।
মঙ্গলবার (২৪আগস্ট) রাতে কক্সবাজার কোর্ট পুলিশের ওসি চন্দন কুমার জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত নন। তিনি বলেন, “আমাদের দায়িত্ব অভিযুক্তদের বিচারের আওতায় আনা।” সেখানে কেউ অদৃশ্যভাবে কথা বলেছে কিনা বলতে পারছি না। ‘
একজন পুলিশ কনস্টেবল প্রদীপকে কথা বলার সুযোগ দিয়েছেন কিনা জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।
এদিকে, হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দ্বিতীয় দিন আজ শেষ হয়েছে। কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে সাক্ষ্য শুরু হয় সকাল সোয়া ১০ টায় এবং শেষ হয় রাত ৮ টায়। বিচারক মামলার দ্বিতীয় সাক্ষী সিফাতকে সাক্ষ্য দেওয়ার জন্য রেখে রাত ৮ টা পর্যন্ত মামলা মুলতবি করেন। বুধবার (২৫ আগস্ট) সকালে সিফাতের সাক্ষ্য পুনরায় শুরু হবে।