কার্ডে আলহাজ্ব না লেখায় নারীসহ ৫ জনকে কুপিয়ে জখম!

নাটোরের গুরুদাসপুরে হালখাতা কার্ডে নামের আগে আলহাজ না লেখার জন্য এক মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে আহত করার অভিযোগ রয়েছে বিরোধীদের বিরুদ্ধে।

বুধবার সকালে উপজেলার ধারাবাড়িশা ইউনিয়নের দাদুয়া গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আনোয়ার হোসেন, রিক্তা খাতুন, সাহাবুল ইসলাম, আবু জাফর আলী এবং গর্ভবতী মহিলা সুফিয়া বেগম। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী আমিনুল হক দাদুয়া গ্রামে আনোয়ার হোসেনের সিটের কাপড়ের দোকানে বকেয়া ছিলেন।

আনোয়ার হোসেন নামে এক দোকানদার কার্ডে তার নামের আগে আলহাজ না লেখায় তার আত্মীয়দের উপর ক্ষুব্ধ হন। সেই সূত্রের ভিত্তিতে বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে দাদুয়া গ্রামের জিয়ারুল ইসলাম, নজরুল ইসলাম, কামাল হোসেন, রঞ্জু ইসলাম, কিরণ, স্বপন আলিসহ প্রায় ৩০ জন লোক ধারালো অস্ত্র দিয়ে দোকানটি ভাঙচুর করে। তারা দোকানের নগদ টাকা সহ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। তারা প্রতিবাদ করতে গেলে তারা ভিকটিমদের ছুরিকাঘাত করে চলে যায়। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো। আবদুল মতিন বলেন, অভিযোগ পেলে দোষীদের আইনের আওতায় আনা হবে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *