কুমিল্লার পূজা মণ্ডপে ‘কোরআন শরীফ’ অবমাননার অভিযোগে ৪৩ জন আটক

কুমিল্লা নানুয়া দীঘির তীরে দুর্গা পূজা মণ্ডপে ‘কোরআন শরীফ’ অবমাননার অভিযোগে ৪৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কেন্দ্রীয় আওয়ামী লীগের একটি দল জাতীয় সংসদের হুইপ বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাদ আল মাহমুদ স্বপন এবং চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ইতোমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আফজাল হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাইদুল আরেফিনের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

এদিকে পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশ, র‌্যাব ও বিজিবির যৌথ টহল শহরের বিভিন্ন এলাকায় অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন, জেলার সব পূজা মণ্ডলকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *