চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত ৪ যাত্রী !!

চলন্ত অবস্থায় ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেনে পাথর নিক্ষেপ করে ৪ যাত্রীকে আহত করার ঘটনা ঘটেছে। কুমিল্লায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় জেলার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এতে চারজন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে দুই জনের নাম জানা গেছে। তারা হলেন- আবদুর রহিম ও নাহিদ হোসাইন।

লাকসাম রেলওয়ে জংশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন জানান, ‘ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায়। তবে আমরাও তাৎক্ষণিক বিষয়টি জানতে পারিনি। পরে বিষয়টি আমাদেরকে জানানো হয়েছে রেলওয়ের কন্ট্রোল রুম থেকে।’ রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার বিকেল ৩ টায় সুবর্ণ এক্সপ্রেসের ট্রেনটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতি নদীর ব্রিজ এলাকা পার হওয়ার আগ মুহূর্তে হঠাৎ দুর্বৃত্তরা ট্রেনের জানালা লক্ষ্য করে বেশ কয়েকটি পাথর নিক্ষেপ করে। এতে দু’টি জানালার কাঁচ ভেঙে চারজন যাত্রী আহত হন।

এদের মধ্যে আহত আবদুর রহিম ও নাহিদ হোসাইনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। সে সময় ওই বগিতেই ছিলেন কয়েকজন চিকিৎসক। পরে তারা দ্রুত চিকিৎসা দিয়ে আহতদের রক্তপাত বন্ধ করেন। লাকসাম রেলওয়ে জংশন থানার ওসি মো. নাজিম উদ্দিন বলেন, ‘এ ঘটনার খবর পেয়ে আমরা পুরো এলাকায় রেলওয়ে পুলিশের টহল বৃদ্ধি করেছি। এ ছাড়া এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *