জেনে নিন, করোনায় কোন জেলায় কত জন আ’ক্রান্ত !!
আইইডিসিআর’এ প্রকাশিত সর্বশেষ জেলা ভিত্তিক তথ্য অনুসারে, শুধু ঢাকা বিভাগেই সর্বমোট আ’ক্রান্ত আট হাজার ৬৬৭ জন। এর মধ্যে শুধু ঢাকা সিটিতে ছয় হাজার ১৬২, নারায়ণগঞ্জে এক হাজার ১৩৬, গাজীপুরে ৩৩০, কিশোরগঞ্জে ২০২, মাদারীপুরে ৫৪, মানিকগঞ্জে ২৮, মুন্সীগঞ্জে ২১০, নরসিংদীতে ১৭১, রাজবাড়ীতে ২৩, ফরিদপুরে ২১, টাঙ্গাইলে ৩১, শরীয়তপুরে ৫৭, গোপালগঞ্জে ৪৯, ঢাকার পার্শ্ববর্তী অঞ্চলে ২০৩ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
এদিকে চট্টগ্রামে সর্বমোট করোন আ’ক্রান্ত রোগীর সংখ্যা এখন ৫৭৬ জন। বিভাগটিতে আ’ক্রান্তের হার পাচ দশমিক ৪৫ শতাংশ। চট্রগ্রাম বিভাগে করোনার হটস্পট চিহ্নিত হয়েছে কুমিল্লা জেলা। সেখানে প্রতিদিনই বাড়ছে আ’ক্রান্ত। কুমিল্লায় করোনা আ’ক্রান্ত রোগীর সংখ্যা ১৫০ জন। এছাড়াও চট্টগ্রাম জেলায় ১৫৯, কক্সবাজারে ৭২, ব্রাহ্মণবাড়িয়ায় ৫৭, লক্ষ্মীপুরে ৫০, বান্দরবান ৪, খাগড়াছড়িতে ২, নোয়াখালীতে ২৭, ফেনীতে ৮, চাঁদপুরে ৪৩ জন আ’ক্রান্ত হয়েছে।
তবে ভ’য়াবহ চিত্র দেখা যাচ্ছে বৃহত্তর ময়মনসিংহ বিভাগে। একদিনে আ’ক্রান্ত ২৯ জন বেড়ে দাড়িয়েছে ৪০০ জনে। ময়মনসিংহ জেলায় ২০৪, জামালপুরে ১০২, নেত্রকোনায় ৬৪, শেরপুরে ৩০ জন আ’ক্রান্ত।
রংপুরের গাইবান্ধায় ২৪, নীলফামারীতে ৩৫, লালমনিরহাটে ১৩, কুড়িগ্রামে ৩৩, দিনাজপুরে ৩৬, ঠাকুরগাঁওয়ে ২৩, রংপুর জেলায় ৮৯, পঞ্চগড়ে ১০ জনসহ মোট ২৬৩ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে।এছাড়াও খুলনায় ২০, ঝিনাইদহে ৩৪, যশোরে ৭৯, চুয়াডাঙ্গায় ২৩, বাগেরহাটে ২, মাগুরা ১১, মেহেরপুর ৫, কুষ্টিয়া ২০, সাতক্ষীরা ৪ ও নড়াইলে ১৩ জনসহ মোট ২১১ জন করোনাভা’ইরাসে আ’ক্রান্ত রোগীর খবর পাওয়া গেছে।
তবে কার্যত লকডাউনে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বরিশাল বিভাগে। তবে পিরোজপুরে আ’ক্রান্ত ১০ জন বর্তমানে করোনা মুক্ত হয়ে সুস্থ আছেন। এছাড়াও গত তিনদিনে বরিশাল বিভাগে আ’ক্রান্তের সংখ্যা স্থির অবস্থায় রয়েছে। বরিশাল জেলায় ৪৮, বরগুনায় ৩৪, পটুয়াখালীতে ২৮, ভোলাতে ৭, ঝালকাঠিতে ১৩, জনসহ মোট ১৩০ জন কোভিড-১৯ আ’ক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
সিলেটের মৌলভীবাজারে ৩০, সুনামগঞ্জে ৩৫, হবিগঞ্জে ৭০, সিলেট জেলায় ২৮ জনসহ মোট ১৬৩ জন এই ভা’ইরাসে আ’ক্রান্ত হয়েছে।এদিকে রাজশাহী জেলায় ২৬, জয়পুরহাটে ৩৯, বগুড়ায় ১৮, নওগায় ২৪, সিরাজগঞ্জে ৬, নাটোর ১২, চাপাইনবাবগঞ্জে ১২ ও পাবনায় ১৬ জনসহ মোট ১৫৩ জন রোগী শনাক্ত করা হয়েছে।করোনাভা’ইরাসে সারাবিশ্বের সাথে পাল্টে গেছে বাংলাদেশের জীবন যাত্রার চিত্র। দেশে বর্তমানে সম্পূর্ণ লকডাউন করা হয়েছে প্রায় ৩৯৫টি উপজেলা, ৪৯টি জেলা ও ৩টি বিভাগ।
সূত্র- বিডি২৪লাইভ