তারেক রহমান সাহস থাকলে দেশে আসুন, দেখি আপনি কত বড় খেলোয়াড়!
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান তার নির্বাচনী এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিতরণ করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, আমি যা বলি তা কাজে প্রমাণ করি।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় তারেক রহমান সরকারের মধ্যে আরেকটি ‘সরকার’ গঠন করেছিলেন। দেশের সম্পদ লুণ্ঠন করেছে। এছাড়া ২০০৪ সালের ২১ শে আগস্ট আওয়ামী লীগকে নেতৃত্বহীন করতে শেখ হাসিনাকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালানো হয়। সেদিন আওয়ামী লীগের ২২ নেতাকর্মীসহ ২৪ জন মারা যান। তারেক রহমানের সহায়তায় সারা দেশে জঙ্গিবাদের উত্থান ঘটে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, “আপনার যদি সাহস থাকে, বিদেশের মাটিতে বসে বড়াই না করে দেশে আসুন, আমি আপনার সাথে খেলতে চাই, আমি দেখতে চাই আপনি কত বড় খেলোয়াড়।” তারেক রহমান দেশ ছেড়ে বিদেশে আরামদায়ক জীবন যাপন করছেন, এত টাকা কোথা থেকে আসে? দেশের মানুষ এসব জানে। মালামাল বোঝাই করে দেশের অর্থ বিদেশে পাচারের ইতিহাস জাতি ভোলেনি। আওয়ামী লীগ এখনো সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। কিন্তু ষড়যন্ত্র করে লাভ হবে না, দেশের মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে এবং ভবিষ্যতেও থাকবে।