দেশে করোনায় সুস্থ হয়েছেন পুলিশের ২ হাজার ১০৬ সদস্য !!
প্রা’ণঘা’তী করোনাভা’ইরাস থেকে জনগণের সেবা ও সুরক্ষ নিশ্চিত করতে গিয়ে এই ভা’ইরাসে আ’ক্রান্ত হচ্ছেন পুলিশ সদস্যরা। এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৫ হাজার ৫০৭ সদস্য।
আ’ক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের ১ হাজার ৭২৮ জন সদস্য আ’ক্রান্ত হয়েছেন। অন্যদিকে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ১০৬ পুলিশ সদস্য। চলমান করোনাযুদ্ধে এখন পর্যন্ত পুলিশের ১৬ সদস্যের মৃত্যু হয়েছে।পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি জানানো হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘সিনিয়র অফিসাররাও বিভিন্ন ইউনিটে গিয়ে তাদের সঙ্গে এসব নিয়ে কথা বলছেন। সুরক্ষা সামগ্রী ও পর্যাপ্ত জীবাণুনাশক সরবরাহে এবং ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
সূত্র- বিডি২৪রিপোর্ট