পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় কলেজ শিক্ষককে গলাকেটে হত্যার চেষ্টা!
পরকীয়ায় বাধা দেওয়ায় শাহিনুর ইসলাম নামে এক কলেজ শিক্ষককে গলা কেটে হত্যার চেষ্টা করার অভিযোগ উঠেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার মালশি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শাহিনুর ইসলাম স্থানীয় কাহেলা রাজাপুর কলেজের শিক্ষক।
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একই গ্রামের এক মহিলার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মালশি গ্রামের মুস্তি মিয়ার ছেলে সাদ্দাম হোসেনের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকার অভিযোগ ছিল। কিছুদিন আগে শিক্ষক শাহিনুর ইসলাম সাদ্দাম হোসেনের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করেছিলেন। সাদ্দাম রেগে গেলেন। এর ফলে শুক্রবার রাত ৯ টার দিকে বাসায় ফেরার পথে সাদ্দাম ধারালো অস্ত্র দিয়ে কলেজ শিক্ষক শাহিনুরের গলায় ছুরিকাঘাত করে।
পরে স্থানীয়রা প্রথমে শাহিনুরকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
শাহিনুরের বড় ভাই আব্দুল মান্নান বাদী হয়ে সাটুরিয়া থানায় মামলা করেছেন।