দেশের খবর
বাংলাদেশে ইমো বন্ধ, জানুন বিস্তারিত !!

ভিডিও কলিংয়ের জন্যে জনপ্রিয় সফটওয়্যার ‘ইমো’। বাংলাদেশে প্রায় সবাই এই এপ ব্যবহার করেন, বিশেষ করে বিদেশের আত্নীয়দের সাথে কথা বলতে ইমোর তুলনা নেই। কিন্তু শুক্রবার (২২ নভেম্বর) বিকেল থেকে বাংলাদেশ, ভারতসহ আর কয়েকটি দেশে আর কাজ করছে না ইমো।
নিয়মিত ইমো ব্যবহারকারী জারিফ সরকার বলেন, আমার মামা হাফিজুর রহমানের সাথে ইমোর মাধ্যমেই আমরা যোগাযোগ করতাম। কিন্তু আজ বিকেল থেকে আর কোনো ভাবেই মামার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। সমস্যাটা কোথায়, সেটাই বোঝতে পারছি না।