ব্রাহ্মণবাড়িয়া দুর্ঘটনা নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী !!

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছেন। এই ঘটনা শোনার পর তীব্র শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে রেল কর্তৃপক্ষকে চালকদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ ও আরও সচেতন হওয়ার নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে পারলাম, কিন্তু রেল দুর্ঘটনা থেকে এই মানুষগুলোকে বাঁচাতে পারলাম না। আমাদের রেলে যারা কাজ করে তাদের এ ব্যাপারে আরও সতর্ক হওয়া উচিত। চালকদেরও উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন।’

তিনি বলেন, ‘ঠিক জানি না, কেন শীত মৌসুম এলেই আমাদের দেশে নয় শুধু, সারা বিশ্বেই রেলের দুর্ঘটনা ঘটতে থাকে।’

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *