দেশের খবর
ব্রেকিং নিউজ: ঢাকার দুই সিটিতে বিএনপির চূড়ান্ত প্রার্থী ঘোষণা !!

আসন্ন ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। ঘোষণা অনুযায়ী ঢাকা উত্তর সিটি করপোরেশনে ধানের শীষ নিয়ে লড়বেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। দক্ষিণ সিটি করপোরেশনে লড়বেন ঢাকার সাবেক মেয়র সাদেক খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন।
আজ ২৮ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় পৌনে ৭ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে প্রার্থী নির্ধারণে দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে আগামী ৩০ জানুয়ারি ভোটের দিন রেখে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে ইসি জানিয়েছে, ঢাকার দুই সিটিতেই সবকেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হবে।